ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ছাতকে মৌলভী গোলাম মোস্তফা ট্রােেষ্টর উদ্দ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি ২০১৯ সালে ৪২ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সনদ বিতরন অনুষ্টিত হয়েছে । এ উপলক্ষে ২৫ জানুয়ারি শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার দু’শতাধিক বিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিনশ’ছাত্র-ছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্যে ৪২ কৃতিত্ব লাভ করেছেন। শিক্ষার্থীসহ ৪২জনকে এককালীন এই বৃত্তি দেয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে নগদ টাকা, প্রশংসাপত্র ও ক্রেস্ট দেয়া হয়।
.
প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদের সভাপতিত্বে প্রধান শিক্ষক মুমিনুল রহমানের পরিচালনায় অনুষ্টিত বৃত্তি প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির উপজেলার সাধারন সম্পাদক জয়নাল আবেদীন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,মাওলানা সামছুল ইসলাম,মাওলানা ছালেহ আহমদ,ফাতেমা বেগম,মানিক মিয়া,বিশ্বজিৎচন্দ্র,রহিমা বেগম,পল্লবি চৌধুরী, মৌলভী গোলাম মোস্তফা ট্রাস্টের প্রধান সম্বয়ক রুহল আমিন সুমন,ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সহকারি শিক্ষক,অনুপম কর,আবু তাহের,নুর মিয়া,শাহনাজ ফারজানা,রাহেনা বেগম,অভিভাবকদের পক্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে খাবার পরিবেশনের পর সবাই মিলে ছবি তোলা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host