ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাধের কাজ এগিয়ে চলছে। অনেক স্থানে বেড়িবাধের কাজ শুরু হয়নি। অনেক স্থানে কাজ এগিয়ে চলছে। অনেক স্থানে আবার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মেশিন ও মাটি সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট পিআইসিরা জানান। ২৬ জানুয়ারি রোববার সরজমিনে নলুয়ার হাওর ফসল রক্ষা বেড়িবাধের ভূরাখালি গ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, ৯নং পিআইসি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ সময় পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, এ পর্যন্ত প্রায় ৩০ ভাগ কাজ হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host