ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ২৮, ২০২১
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :: এশিয়ার বৃহত্তম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি পুনরায় নিলামে যাচ্ছে।
ফেঞ্চুগঞ্জে নতুন নির্মান করা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) হওয়ায় পুরাতন ঐতিয্যবাহী প্রাচীন এই ফ্যাক্টরিটি গত বছর ২০শে অক্টোবর নিলাম আহবান করা হলে মেসার্স আতা উল্লাহ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান ১০৩ কোটি টাকায় কারখানাটি স্ক্রেপ হিসাবে কিনে নেন। কিন্তু নিয়মমাফিক টাকা জমা না করায় এটি পুনরায় নিলামের সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রনালয়।
নতুন নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানার বিভিন্ন স্ক্রেপ এক লট যেখানে যে অবস্থায় আছে সেভাবেই নিলাম হবে। দরপত্র মূল্য অফেরতযোগ্য ১০ হাজার টাকা নির্ধারণ কর হয়েছে। আগামী ৪ঠা জুলাই দরপত্র বিক্রয় শেষ হয়ে ৫ই জুলাই এসএফসিএল এর মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) এর দপ্তরে ওপেন টেন্ডার মেথডে খোলা হবে।
অন্যদিকে পুনরায় নিলামের আয়োজনে চাঞ্চল্য দেখা দিচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। চলছে মিটিং ও হিসাব নিকেশ। বিভিন্ন শিল্পপতিদের আনাগোনা বাড়ছে কারখানা এলাকায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host