ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৪
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে এক সিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম-সেবা) ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক (আইজিপি ব্যাজ প্রাপ্ত) এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই সুমন অধিকারী সঙ্গীয় ফোর্সসহ পলাতক আসামি ইয়াওর আলীকে গ্রেফতার করেন।
আসামি ইয়াওর আলী, পিতা মৃত নছিব উল্লা, গ্রাম সম্মানপুর, থানা ওসমানীনগর, জেলা সিলেট, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ৭ জুন ২০২৪ তারিখে দুপুর ১২টার দিকে ওসমানীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশের এই অভিযান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host