ঢাকা ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জে ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ১ নেতা ও ছাত্রলীগের ১ নেতাকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ইউপিরর সাবেক চেয়ারম্যান এম এ মতিন ও সাবেক ছাত্রলীগ কর্মী বিভাষ চক্রবর্তী রনি।
উল্লেখ যে, এম এ মতিন বালাগঞ্জ থানার একাধিক মামলার আসামি এবং ২০২২ সালে বালাগঞ্জের কাশিপুর ব্রিজের পাশের নিরীহ মাদরাসা ছাত্রদের উপর নির্বিচারে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে ফলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভুইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host