মাদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন সিলেটের মাহফুজ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

মাদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন সিলেটের মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মাদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন সিলেটের কৃতি সন্তান হাফেজ মাহফুজ আহমাদ। সোমবার (১২ মে) কিং মালিক সালমান অডিটোরিয়াম মাদীনায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদিনা বিশ্ব বিদ্যালয়ের ৬১তম সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয় জীবনের সমাপ্তি ঘটান।
ওই বিশ্ববিদ্যালয় থেকে এবছর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, (অনার্স, মাস্টার্স, ডক্টরেট) এ বিশ্বের প্রায় ১১৪টি দেশের ৩১২৮জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তারা সবাই সমাবর্তনে অংশগ্রহনও করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদীনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজীজ আলে সৌদ। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সালেহ আল উকলাসহ বিশ্ববরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।
গ্র্যাজুয়েট মাহফুজ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন সোনার পীরের বাড়িতে এক সম্ভ্রান্ত আলেম ফ্যামিলিতে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা হাফেজ মাওলানা মাওসুফ আহমাদ (সাবেক ইমাম ও খতীব মজুমদারী জামে মসজিদ সিলেট) একজন প্রবীন আলেম। বর্তমানে তিনি সিলেটের একটি মাদ্রাসায় শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত আছেন।
এছাড়া নিজ এলাকায় প্রতিষ্ঠিত সায়্যিদ শাহ মুহাররাম (রাহ). বালিকা মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, নিজ এলাকায় দ্বীনি খেদমাত, ইলমে দ্বীন শিক্ষা প্রচার প্রসারে মাহফুজ পরিবারের সু-খ্যাতি রয়েছে। তাঁর পিতা প্রপিতামহ সবাই আলেম-হাফেজ। তাঁর প্রপিতামহ সায়্যিদ আব্দুল মাজীদ (রহ.) একই সাথে দুটি দাওরায়ে হাদীস মাদরাসা যথাক্রমে ১/জামিয়া হুসাইনিয়া সোনারগাঁও (বলরামপুর) ও ২/ জামিয়া ইসলামিয়া ক্বওমীয়া দারুল হাদীস মুন্সীবাজার এর প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন।
পরিবার সূত্র জানায়, মাহফুজ বাল্যবয়সেই তাঁর পিতার কাছে সম্পূর্ণ কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদরাসায় ভর্তি হন । সেখানে দীর্ঘ কয়েক বৎসর কৃতিত্বের সাথে পড়াশোনা করে, ঢাকাস্থ জামিয়া শারইয়্যাহ মালিবাগ হতে দাওরায়ে হাদীস তাকমীল সফলতার সাথে সম্পন্ন করেন। তারপর তিনি মারকাযুল উলুম আল ইসলামিয়া হাজীপাড়া নারায়নগঞ্জ ঢাকা হতে, তাখাসসুস ফিল ফিকহী ওয়াল ইফতা (উচ্চতর ইসলামী আইন ও গবেষণা) নিয়ে পড়াশোনা করে কৃতিত্বের সাথে তা সম্পন্ন করেন।
এছাড়া তিনি লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসা হতে দাখিল ও সিলেট সরকারি আলিয়া হতে আলিম (এইচএসসি) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আল হাদীস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগ থেকে অনার্স কোর্স কমপ্লিট করেন।
দেশে পড়াশোনার পাশাপাশি নিজ এলাকায় কিছুদিন জামিয়া ইসলামিয়া ক্বওমীয়া দারুল হাদীস মুন্সীবাজার মাদরাসায় মুহাদ্দিস হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। এর পর ২০১৯ সালে সরকারি স্কলারশিপ পেয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য সৌদি আরবের মাদীনা ইউনিভার্সিটিতে ভর্তি হন।
সেখানে প্রথমে ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ এর উপর পড়াশোনা করে উচ্চতর উলুমুল হাদীস (আল হাদীস এন্ড ইসলামী স্টাডিজ) বিভাগে অনার্স কোর্স অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর