কানাইঘাটে ৩শ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

কানাইঘাটে ৩শ পিস ইয়াবাসহ যুবক আটক

কানাইঘাট সংবাদদাতা
সিলেটে মাদকের বড় একটা চালানাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম তোফায়েল আহমদ স্বপন (৩০)।
কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা তাকে আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর গ্রামের মসজিদ সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহমদ স্বপনকে হাতে নাতে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তোফায়েল আহমদ স্বপনের বাড়ি কেউটিহাওর গ্রামের খসরুজ্জামানের পুত্র। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ইয়াবাসহ মাদকদ্রব্য এলাকায় নিয়ে এসে বিক্রি ।
স্বপনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর