জৈন্তাপুর মডেল মসজিদের ইমাম নিয়োগে বৈষম্যের অভিযোগ

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

জৈন্তাপুর মডেল মসজিদের ইমাম নিয়োগে বৈষম্যের অভিযোগ

জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত জৈন্তাপুর মডেল মসজিদের পরিচালনা কমিটির বিরুদ্ধে ইমাম নিয়োগে বৈষম্যের অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থী রেখে টাকার বিনিময়ে নিজেদের পূর্ব পছন্দের লোককে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মর্মে অভিযোগ করেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী মাওলানা লোকমান আহমদ।
জানা যায়, গত বুধবার জৈন্তাপুর মডেল মসজিদের ইমাম নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। ওই পরীক্ষায় অন্যান্যদের মতো অংশগ্রহণ করে সর্বোচ্চ নাম্বার অর্জন করেন মাওলানা লোকমান। কিন্তু মসজিদ পরিচালনা কমিটি তার সাথে বৈষম্য করে অর্থের বিনিময়ে তাদের পূর্ব নির্ধারিত লোককে ইমাম হিসেবে নিয়োগ প্রদান করেন।
মাওলানা লোকমান বলেন, ‘আমি সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরও আমাকে নিয়োগ দেওয়া হয়নি। এটা সুষ্পষ্ট বৈষম্য। পরিচালনা কমিটি শধুমাত্র লোক দেখানের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছেন। মূলত, তারা অর্থের বিনিময়ে আগে থেকেই ইমাম নিয়োগ করে রেখেছেন এবং ফরমালিটি বজায় রাখতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি- তারা যেনো নম্বরপত্রটি যথোপযুক্ত যাচাইয়ের মাধ্যমে ন্যায় বিচার করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ইমামদের মধ্যে যিনি নিয়োগ পাওয়ার যোগ্যতা রাখেন, তাকেই যেনো নিয়োগ দেওয়া হয়- এমন অনুরোধও জানান।
বৈষম্যের এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে মাওলানা লোকমান আহমদের শুভাকাক্সিক্ষরা এর তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ‘আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসাথে ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা জড়িতদের মুখোশ উন্মোচন করে ছাড়ব ইনশাআল্লাহ।’

সর্বশেষ ২৪ খবর