সাধারণ শিক্ষার্থীর পাশে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

সাধারণ শিক্ষার্থীর পাশে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
সুষ্মিতা দাস শাহীঈদগাহ দলদলী চা বাগানে চা শ্রমিকের সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা এই সাধারণ শিক্ষার্থী এবার সিলেটে শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। তার এই সফলতায় সিলেটের সাধারণ পরিবারে শিক্ষার্থীরদেরকে আরো প্রেরণা যোগাবে এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার ইব্রাহিম নীল।
এছাড়া তিনি আরো বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল পরিবারের সকল মানুষের সহযোগিতা নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। চা শ্রমিকের মেয়ে সুষ্মিতা দাস নতুন বাংলাদেশ গড়তে তাদের মত শিক্ষার্থী অবদান একান্ত প্রয়োজন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার পক্ষ থেকে সুষ্মিতা দাস ও তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সুষ্মিতা দাস কে কলেজে ভর্তি হতে এবং পড়াশোনা খরচ দিতে ইচ্ছা প্রকাশ করেছে এবং সব ধরনের সহযোগিতার হাত বাড়ি দিবে সুষ্মিতা দাস এর মতন সকল শিক্ষার্থীর পাশে থাকার আহ্বান জানান ইব্রাহিম নীল।
সুষ্মিতা দাস ও তার পরিবারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইব্রাহীম নীল ও মহসিনা রহমান উম্মে ফেরদৌস প্রমি এবং সুষ্মিতা দাসের মা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর