ঢাকা ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
সিলেট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় আড়াই শত প্রাক্তন ছাত্রছাত্রী পরিবার সহ অংশ নেন। গত ১৩ই জুলাই (রবিবার) লন্ডনের রোওডিং ভেলি ক্রিকেট ক্লাবে আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন জামেয়ার সাবেক ভাইস-প্রিন্সিপাল আব্দুস শাকুর।
দিনব্যাপী এ আয়োজনের মধ্েয ছিল ক্রিকেট টুর্নামেন্ট,ফুটবল খেলা, দড়ি টান, বারবিকিউ সহ বাচ্চাদের জন্য বাউন্সি ক্যাচল ও রাফেল ড্র ।
আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টে জামেয়ার বিভিন্ন ব্যাচের আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহন করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২০০১ ব্যাচ চ্যাম্পিয়ন ও ২০৯৭ ব্যাচ রানার্সআপ হয়।টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ছাত্র জামিল চৌধুরি ও মোঃ মুক্তাদিজ্জামান।
পুরস্কার বিতরণী পর্বে কোরআন তেলাওয়াতের করেন মোহাম্মদ শরিফ উদ্দিন ও অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মন্জুর হক।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান কো-অর্ডিনেটর আমির খসরু।এ সময় প্রধান অতিথি আব্দুস শাকুর বিজয়ীদের হাতে ট্রফি তোলে দেন। এতে অথিতি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আজমল মাসরুর ও শাব্বির আহমেদ কাউসার। উপস্থিত ছিলেন সাবেক দুই শিক্ষিকা মাহমুদা জাহান সুজি ও শাহিদা নূর।
এ সময় আল্যামনাই এসোসিয়েশনের ইউকে এর পক্ষ থেকে ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর কেও সম্মাননা ক্রেস্ট তোলে দেন সাবেক ছাত্র মকছুদ এলাহি ছাবের ও শাব্বির আহমেদ কাউসার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য আব্দুস শাকুর বলেন, দেশে-বিদেশে নিজ ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠিত হতে দেখে তার ৪০ বছরের শিক্ষকতা জীবন সফল হয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, জীবনে সফল হতে হলে সব কাজে সততা ও নিষ্ঠা চর্চার কোন বিকল্প নেই।তিনি আরও বলেন, ‘দীর্ঘ শিক্ষকতা জীবনে নিয়মানুবর্তিতা চর্চায় কোন ছাড় দেয়নি আমি; ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর কথা চিন্তা করে মাঝে মধ্যে কঠোর হতে বাধ্য ছিলাম।কেবলই একজন আদর্শ শিক্ষক হওয়াই ছিল ইচ্ছা’।
এছাড়া বার্ষিক এ মিলন-মেলায় আকর্ষণীয় রাফেল ড্রয়ে আল-সাফা ট্রেভেলস এর স্পন্সর করা উমরাহ টিকেট জিতে নেন কনিষ্ঠ প্রাক্তন ছাত্র আব্দুল ওয়াহিদ।
আয়োজক কমিটির পক্ষ থেকে ইভেন্ট কো-অর্ডিনেটর আমির খসরু বলেন, জামেয়া এল্যামনাই ইউকে কর্তৃক এটাই ছিল আমাদের প্রথম আউট ডোর অনুষ্ঠান।এবছর বার্ষিক মিলন মেলায় যারা অংশ নিতে পারেননি আগামীতে তারা অংশ নিবেন বলে তিনি আশা প্রকাশ করেন।এ জন্য আল্যামনাই এসোসিয়েশন ইউকে এর সাথে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেছেন তিনি।
দিনব্যাপী আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন ইয়ামিনুর রহমান রুবেল,গোলাম জিলানি, আহমাদ জাকি আল আদিল, মুহি মিকদাদ, মারুফ রহমান, মুহাম্মদ মঞ্জুর হক, শারমিন আজিজ, রুবা জাহরা, তাকিয়া সালমা বুসরা। স্পন্সর ছিলেন সাপোর্টিং কেয়ার ও আল-সাফা ট্রাভেলস। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host