কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনে ফুটবলের ফাইনাল ম্যাচ সম্পন্ন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনে ফুটবলের ফাইনাল ম্যাচ সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার কালিবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে লীগ পর্বের ফাইনাল ২০২৫ এর জমকালো টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) এই ফাইনাল খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। নির্ধারিত সময়ে অংশগ্রহণকারী এলিভেন সোলজার্স ও এ এনএফএফসি উভয়ই কাক্সিক্ষত গোল নামক সোনার হরিণের দেখা না পাওয়ায় ট্রাইব্রেকারে জয় লাভ করে এএনএফএফসি ফুটবল দল।
খেলা উপভোগ শেষে জমকালো পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
কালীবাড়ী স্পোর্টিং ক্লাবের ক্লাবের সভাপতি রজন মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, বালুচর নবজাগরণ ক্লাবের সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব বাহার আহমেদ রুহেল এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন দুদু, যুগভেরী পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল আলীম, দৈনিক সিলেটের ডাক এর প্রতিনিধি আবিদুর রহমান, আমার দেশ ও জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল, সাবেক তারকা ফুটবলার জালাল মেম্বার, সৈয়দুর রহমান, রাইসুল রাজন, সুজন মাহমুদ এমরান, হাজী জালাল, আব্দুল আলীম প্রমূখ।
ফাইনাল খেলাটির প্রধান দায়িত্বে ছিলেন রেফারি হিসেবে সাবেক তারকা ফুটবলার গিয়াস উদ্দিন ও ধারাভাষ্য বিবরণীতে মাষ্টার জসিম উদ্দিন বনিক ও ওয়াহিদ রেজা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলসহ সেরা খেলোয়াড়, গোলরক্ষক এর কাছে ট্রফি তুলে দেন।

সর্বশেষ ২৪ খবর