ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে দিলওয়ার ও ক্যারলকে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শওকত আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও সোনালি অতীত ফুটবল ইউকে’র চেয়ারম্যান কাউন্সিলার সলুক আহমদ।
উল্লেখ, গত ১৫ জুলাই লন্ডনের পামট্রি হলে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃটেনের বাঙালী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৫ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম গোলাপগঞ্জ উপজেলার ২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
তারা হলেন- গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হেন্ড ইউকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ দিলওয়ার হোসেন এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউরোবাংলার প্রধান সম্পাদক, এলবি ২৪ এর ম্যানেজিং এডিটর সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার সুলুক আহমদ বলেন, সানরাইজ রেডিও বিশেষ সম্মাননা পাওয়ার জন্য আপনারা আবার অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করছেন, অভিনন্দন জানাচ্ছেন, সে জন্য গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাহী কমিটির সদস্যরা প্রসংশার দাবিদার। এই ধরনের সংবর্ধনা সাধারণত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। গুণীজন সংবর্ধনার মাধ্যমে সমাজের প্রতি তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং নতুন প্রজন্মকে তাদের পথ অনুস্মরণ করতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে তাঁদের কাজের প্রশংসা করেন অতিথিবৃন্দ এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সানরাইজ রেডিও প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল, বিশিষ্ট ছড়াকার ও নাট্যকার একাউন্টেট আবু তাহের, গোলাপগঞ্জ হ্যাল্পিং হেন্ড এর সাবেক প্রেসিডেন্ট তমিজুর রহমান রজ্ঞু, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমিনুল হক জিলু প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host