বেঙ্গল এফসি প্রবাসী সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

বেঙ্গল এফসি প্রবাসী সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ও নামা বড়াইল গ্রামের প্রবাসী তরুণদের সংগঠন ‘বেঙ্গল এফসি প্রবাসী সমাজকল্যাণ যুব সংগঠন’ এর উদ্যোগে এসএসসি ও দাখিলে উত্তীর্ণ ১৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আমিন আলী।
ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম সাজুর পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নুরুল আমিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ শাহিন আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সর আহমদ, ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আব্দুস শাকুর, আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহা বেগম, করমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা বেগম, আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুক্তা রানী নাত, আতুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুস শহীদ, নামা বড়াইল জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সামাদ, লালমাঠি জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী শাকিল আহমদ ও ইউনিয়নের সাবেক সদস্য আলিম উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর