ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫
নিজস্ব পতিবেদক
সিলেটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে ক্রিকেট উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ গ্র্যান্ড প্যালেস হোটেলের মিটিং রুমে “সিলেট ডিভিশনাল ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যাকশন” শীর্ষক গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও পরিচালক আমিনুল ইসলাম বুলবুল।
সভায় সিলেটের ক্রিকেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিকল্পনাগুলো হলো-
সিলেট বিভাগের চারটি জেলার ক্রিকেট উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ;
উপজেলা ও জেলা পর্যায়ের ক্রিকেট দলগুলোকে আরও শক্তিশালী করা;
অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলা;
প্রতিটি জেলায় স্থায়ী ক্রিকেট কোচ নিয়োগ;
দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একজন বিশেষ পরামর্শক (অ্যাডভাইজার) নিয়োগ- যিনি অফিসার লেভেলে কাজ করবেন;
ক্রিকেটের মান উন্নয়নে বিশেষ প্রকল্প “ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম” বাস্তবায়নের পরিকল্পনা এবং সিলেট বিভাগীয় স্টেডিয়াম তৈরিতে সর্বপ্রকার সহযোগিতা করবেন।
এছাড়াও সিলেট বিভাগের ক্রিকেটের সকল সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভার মূল উদ্দেশ্য ছিল বিসিবি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সিলেটের ক্রিকেটকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা।
সভায় বিসিবি’র পরিচালক কমিটির সদস্য, জেলা ক্রীড়া কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host