সড়ক দুর্ঘটনায় আহত আবুল হাসানের ইন্তেকাল

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত আবুল হাসানের ইন্তেকাল

জকিগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জকিগঞ্জের তরুণ সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী আবুল হাসান (হাসান আহমদ) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৭ সেপ্টেম্বর রাতে উপজেলার চেকপোস্ট বাজার এলাকায় ঘটে যাওয়া মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, মানসিক ভারসাম্যহীন দিপু আহমদ হঠাৎ চলন্ত মোটরসাইকেলের সামনে চলে আসলে চালক হাসান আহমদ নিয়ন্ত্রণ হারান। এতে হাসান আহমদ, দিপু আহমদ ও এক অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই হাসান আহমদকে হাসপাতালে নেওয়া হলে টানা তিন দিন আইসিইউতে জীবন-মৃত্যুর টানাপোড়েনে ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা ছিল মাত্র এক শতাংশ। শেষ পর্যন্ত শনিবার দুপুরে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
আবুল হাসান ছিলেন জকিগঞ্জের মানবসেবা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে তিনি ছিলেন অগ্রণী এবং সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন তরুণদের নিয়ে।
তার অকাল মৃত্যুতে পুরো জকিগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। সমাজকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং সাধারণ জনগণ গভীর শোক প্রকাশ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর