ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট সীমান্তে টানা অভিযানে ফের সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক গত ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় মহিষ, গরু, বাচুর, পান, মদ, সুপারি, বিড়ি, ফুলের ঝাড়ু ও কাঠের নৌকাসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে কানাইঘাট উপজেলার হাপারমুখ এলাকা থেকে ভারতীয় ১৬০ বিরা পান জব্দ করা হয়, যার সিজারমূল্য ২৪ হাজার টাকা। ১২ সেপ্টেম্বর রাত ১টা ০০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী ও ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষ ৭টি, বাচুর ৬টি এবং মাঝারি গরু ১টি জব্দ করে বিজিবি, এসবের সিজারমূল্য ১৯ লক্ষ টাকার বেশি।
একই দিনে রাত ১০টা ৩০ মিনিটে কানাইঘাটের মঙ্গলপুর এলাকা থেকে ভারতীয় অফিসার্স চয়েজ মদ ৪২ বোতল জব্দ করা হয়, যার সিজারমূল্য ৬৩ হাজার টাকা।
পরদিন ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গরু ৫টি, সুপারি ৭২,২০০ পিস, পাতার বিড়ি ৮,১২০ প্যাকেট, ফুলের ঝাড়ু ৬০০ কেজি এবং কাঠের নৌকা ২টি জব্দ করা হয়, যার সিজারমূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। উল্লেখিত অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৭ লক্ষ টাকা।
অভিযানের বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বিজিবি সবসময় সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস্-এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী এলাকাবাসীর মতে, বিজিবির এ সফল অভিযানের ফলে স্থানীয়রা আরও নিরাপদ বোধ করছেন এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ভূমিকা প্রশংসার দাবিদার। দেশের সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host