ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ধারাবাহিক বিশেষ অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় মহিষ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ টহল দল কমলাবাড়ী এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্য লাইন থেকে ৭০০ গজ ভেতরে প্রবেশ করে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৬টি আটক করে। এর সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৮০ হাজার টাকা।
এর আগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি অভিযানে গুয়াবাড়ী ও জৈন্তাপুর বিওপি’র টহল দল একই উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মহিষ ৪টি, গরু ১০টি এবং একটি ডিআই পিকআপ জব্দ করে। এসবের সিজার মূল্য ধরা হয়েছে ২৩ লাখ টাকা।
ফলে দুই দিনের অভিযানে মোট ৩৩ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় গবাদিপশু ও গাড়ি আটক করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বিজিবি সর্বদা সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। অবৈধ চোরাচালান প্রতিরোধে আমরা গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছি। দেশ ও জনগণের স্বার্থে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় পাচারকারীরা নানাভাবে গবাদিপশু ও পণ্য প্রবেশ করানোর চেষ্টা করলেও বিজিবি’র কড়া নজরদারি ও তাৎক্ষণিক অভিযানের কারণে নিয়মিত এসব মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। এতে চোরাচালান কার্যক্রমে জড়িত চক্রগুলো দমনে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host