ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
হারুন রশিদ, ওসমানীনগর
এক সময়ের ঐতিহ্যবাহী গ্রামীণ জনপদের চাষাবাদের জন্য একমাত্র অবলম্বন ছিল লাঙ্গল জোয়াল মঈ। প্রতিটি বাড়িতেই একসময় খড়-কুটা, বাঁশ, মাটি কিংবা বেত দিয়ে তৈরি হস্তশিল্প ছিল নিত্যসঙ্গী। কালের বিবর্তনে, যান্ত্রিক সভ্যতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এসব প্রাচীন শিল্প, হারিয়ে যাচ্ছে আমাদের শেকড়ের পরিচয়, যন্ত্রযুগে হারিয়ে যাচ্ছে পুরনো দিনের গন্ধ।
সেই সময় চাষাবাদের মূল ভরসা ছিল বলদে টানা লাঙল, জোয়াল, মই। নারীরা চাল কুড়াতেন কুলা দিয়ে, শস্য রাখা হতো মাটির ডোলা ও ডালিতে। মাছ ধরার জন্য চাঁই, খলই, পোলো এসব ছিল গ্রামীণ জীবনের অংশ। তেমনি মাটির তৈরি হাড়ি, পাতিল, কলস, সরায়, ধুপিদানী কিংবা প্রদীপও ছিল প্রতিটি বাড়ির ঐতিহ্যবাহী আসবাব।
বর্তমানে আধুনিক প্রযুক্তি এসবের স্থান দখল করে নিয়েছে। বিদ্যুৎচালিত চাল ছাঁটার মেশিন এসেছে, বেত বা বাঁশের জিনিসের জায়গা নিয়েছে প্লাস্টিক, মাটির হাঁড়ির জায়গা দখল করেছে অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈজসপত্র। একসময় যে বাড়িতে রাত নামলে কুপি বা প্রদীপে জ্বলে উঠত আলোর ঝলকানি, এখন সেখানে সোলার লাইট কিংবা বৈদ্যুতিক বাল্ব।
স্থানীয় প্রবীণ মনু মিয়া বলেন, আগে চাষাবাদের জন্য লাঙ্গল জোয়াল মঈ ছিল একমাত্র ভরসা, আমরা নিজের হাতে তৈরি করতাম, এখন আর এসব ব্যবহার হয়না তাই বানানোর প্রয়োজন নেই।
গ্রামের মেয়েরা নিজের হাতে কুলা, চালুনি বানাত, ছেলেরা বাঁশ কাটত বিভিন্ন জিনিস বানাত। এখন এসবের ব্যবহার নেই তাই শেখারও লোক নাই।
ওসমানীনগরের একটি হস্তশিল্প পরিবার জানায়, আমরা কয়েক পুরুষ ধরে বাঁশের তৈরি জিনিসপত্র বানাতাম। এখন আর বিক্রি হয় না, কাজ নেই, আয় নেই। ছেলে-মেয়েরা এ পেশায় আসতে চায় না।
বিশেষজ্ঞরা মনে করেন, এইসব ঐতিহ্যবাহী হস্তশিল্প শুধু আমাদের সংস্কৃতিই নয়, গ্রামীণ অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। সরকারের উচিত এসব শিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা নেওয়া।
আজ যখন বিশ্ব পলিমার ও প্লাস্টিকের দাপটে দিশেহারা, তখন আবারও প্রাকৃতিক, পরিবেশবান্ধব এইসব ঐতিহ্যবাহী পণ্যের কদর বাড়াতে হবে। ওসমানীনগরের ঐতিহ্য রক্ষা করতে হলে হারিয়ে যাওয়া এইসব শিল্পের পুনর্জাগরণ জরুরি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host