ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটে অস্ত্রসহ এক কৃষি খামারের মালিককে আটক করেছে পুলিশ। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে ওসমানীনগর থানার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুরস্থ মেসার্স আমায়া অ্যাগ্রো ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম ছামাদ মিয়া (৩৩)। তিনি ওই অ্যাগ্রো ফার্মের মালিক এবং কিয়ামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
র্যাব-৯ এর (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল খামারটিতে অভিযান চালায়। এসময় ছামাদ মিয়া পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি খামারের অফিস কক্ষের লকার থেকে একটি বিদেশি রিভলবার বের করে দেন। অস্ত্রটির বৈধতা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় ছামাদ মিয়াকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host