ওসমানীনগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও বিক্ষোভ

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

ওসমানীনগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও বিক্ষোভ

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার তাজপুর বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি তাজপুর বাজারের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় তাজপুর বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের পরিচালনায় অনুষ্টিত সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল হাকিম,শাহ মোহাম্মদ এহিয়া,আব্দুর রুপ আব্দুল,বিএনপি নেতা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ মিয়া, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক আল মাছুম আবির, সাহেদ আহমদ, ছাব্বির আহমদ ও মাহবুব আহমদ রুমন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট-২ আসন শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি আমাদের আবেগ, অনুভূতি ও সংগ্রামের প্রতীক। এই আসনের মানুষ ইলিয়াস আলীর অবর্তমানে তাহসিনা রুশদীর লুনার পক্ষে সবসময় ঐক্যবদ্ধ।
তারা বলেন, ভারতে পালিত পতিত শেখ হাসিনা সরকারের দুঃশাসন, দমন-নিপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সামনের সারিতে থেকে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। মামলার বোঝা বয়ে চলা অসংখ্য নেতাকর্মীর পাশে থেকে সাহস যুগিয়েছেন, আন্দোলনে প্রেরণা দিয়েছেন।
তাই এই আসনে লুনাই আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী হবেন, তিনি গণমানুষের আশা ও আস্থার প্রতীক। সিলেট-২ আসনের জনগণ ঐক্যবদ্ধভাবে তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেবে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি কেবল একটি দলীয় পরিকল্পনা নয় এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তির রূপরেখা। এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল।
এদিকে বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর