মোগলাবাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

মোগলাবাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের মোগলাবাজারে ২৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পীর হাবিবুর রহমান চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি আহমদ (২৫) মোগলাবাজারের সোনারগাঁও এলাকার বেনু মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ১০টার মোগলাবাজার থানার পিএসআই (নিঃ) সাগর কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পীর হাবিবুর রহমান চত্ত্বরের পাশ থেকে তাকে আটক করেন।
অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর