ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয় সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী, দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সভাপতি জামান আহমদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহ আজমল আলী আতিক এবং পরিচালনা করেন উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য রেজা সিদ্দিকী। দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২৩টি জনবহুল স্থানে র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ের অগ্রণী সংগঠন হিসেবে কাজ করে আসছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংগঠনটি সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে।
বক্তারা আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে যা ক্ষমতা নয়, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন। আগামীতেও এ সংগঠন দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐক্য, আদর্শ ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করে যাবে।
বক্তারা সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নবায়ন করতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এইচ মুহিবুর রহমান, জবলু মিয়া, আঙ্গুর মিয়া, সদস্য সচিব মাইদুল ইসলাম চৌধুরী রাজু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিনহাজ রহমান, যুগ্ম সদস্য সচিব ছুরত আলী, জাহাঙ্গীর আহমদ, রাসেল আহমদ, বিশ্বজিৎ কুমার পাল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিছবাহুল হক মোহন, মহানগর যুব অধিকার পরিষদের নেতা সাহেদ আহমদ ছামি ও বুরহান উদ্দিনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host