ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজারের উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জমিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আবদুল মুসাব্বির আইয়রীর সভাপতিত্বে ও নাইবে মুহতামিম মুফতি আবদুল মুনতাকিম এর সার্বিক তত্ত্বাবধানে এবং মাওলানা আবদুল হান্নান ও শিক্ষা সচিব মাওলানা ওয়ালী উল্লাহ’র যৌথ পরিচালনায় কর্মশালায় বিভিন্ন মাদরাসার প্রায় দুই শতাধিক আসাতিযায়ে কেরাম (শিক্ষক) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন মুনশীবাজার মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুফতি মাহমুদ হোসাইন বারঠাকুরী।
এছাড়া কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম করাচী পাকিস্তান এর সাবেক উস্তায মুফতি মুহাম্মাদ মনসুর আহমদ ও মদীনা থেকে আগত মাওলানা মুফতি আব্দুল মালিক আল আতীক।
তাঁরা পাঠদানের কৌশল, আধুনিক শিক্ষার পদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আচরণ, এবং শিক্ষকগণের জ্ঞান ও গবেষণামূলক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষককে প্রথমে নিজের মর্যাদা অনুধাবন করতে হবে। পড়ানো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। নিয়মিত মুতালাআ করতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহ ও মমতা প্রদর্শন করতে হবে।
উপস্থিত শিক্ষকবৃন্দ আলোচকদের প্রাণবন্ত ইলমি বক্তব্যে অনুপ্রাণিত হন এবং প্রশিক্ষক ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কয়েকজন প্রশিক্ষণার্থী অনুভূতিমূলক সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।
পরিশেষে মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মুসাব্বির আইয়রীর দুআ ও নসীহতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host