ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত ৪ জন প্রবীণ শিক্ষক যথাক্রমে মাওলানা মো. আজিজুর রহমান তাপাদার বারগাত্তী হুজুর, মাওলানা মো. আব্দুল খালিক, মাস্টার মাসুক আহমদ ও হাফিজ মো. নাঈম উদ্দীনকে মাদরাসার পক্ষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসা কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদরাসার গভর্ণিংবডির সভাপতি মাওলানা মো. ছালিক আহমদ তাপাদার।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম ও হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসেন আইমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- মাদরাসার অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মাওলানা মো. আজিজুর রহমান তাপাদার বারগাত্তী হুজুর, মাওলানা মো. আব্দুল খালিক, মাস্টার মাসুক আহমদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন – উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিস উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মাস্টার নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মাস্টার মুহি উদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী।শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী মাওলানা আক্তারুজ্জামান, হবিবিয়া ছাত্র সংসদের জি এস মাজহারুল ইসলাম চৌধুরী, আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান চৌধুরী। সংবর্ধিত শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন কামিল জামাতের শিক্ষার্থী মিছবাহ উদ্দিন চৌধুরী।
নবম শ্রেণির শিক্ষার্থী আমান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে নাতে রাসূল পরিবেশন করেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী আহমদ আল আমান ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাহানা আক্তার সাথী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদরাসার অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক হাফিজ মো. নাঈম উদ্দিন, গভর্ণিংবডির সদস্য বদরুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ তাপাদার, মাস্টার সেলিম রেজা, মাস্টার মোখলেসুর রহমান, মাওলানা শাহীদুর রহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুর রাজ্জাক চৌধুরী, মাওলানা কালামুল্লাহ মো রায়হান, মাস্টার আকরাম হোসেন, সহকারী শিক্ষক মাস্টার সিরাজ উদ্দিন, মাস্টার মনির হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আহমদ আল মাসরুর, মিসেস রোজিনা খাতুন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাস্টার হোসেন আহমদ খান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা অলিউর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে মাদরাসার শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host