ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বাগেরখালে অবস্থিত রমজান রূপজান বাগেরখাল একাডেমী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ৫ নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক বদর উদ্দীন বদরুল।
বিশেষ অতিথি জৈন্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব।
অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ সুইট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, ৫ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাবেক মেম্বার ৫ নং ওয়ার্ড জয়নাল আবুল মিয়া, সমাজসেবী মোক্তার আহমদ, মাস্টার জহির উদ্দিন, সমাজসেবী আঙ্গুর হোসেন কটাই, সমাজসেবী কুতুব মহরী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের নতুন যাত্রা নিয়ে আশা-উদ্দীপনার কথা ব্যক্ত করে এবং অতিথিরা তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন, নবীন জীবন মানে নতুন অধ্যায়ের সূচনা। এই সময় অধ্যবসায়, সততা ও শৃঙ্খলাপূর্ণ জীবনই সফলতার ভিত্তি। শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেকে গড়ে তুলতে হবে।
প্রধান শিক্ষক সিরাজুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ গর্ব। সবাইকে নিয়মিত অধ্যয়ন ও ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে সফল হতে হবে।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host