নির্বাচনের আগে ‘হ্যাঁ-না গণভোট’ একটি নির্বাচন বিরোধী ষড়যন্ত্র : লুনা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

নির্বাচনের আগে ‘হ্যাঁ-না গণভোট’ একটি নির্বাচন বিরোধী ষড়যন্ত্র : লুনা

ওসমানীনগর প্রতিনিধি
নির্বাচনের আগে ‘হ্যাঁ-না গণভোট’ আয়োজনের চিন্তা একটি পরিকল্পিত নির্বাচন বিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।

তিনি বলেন, যারা গণতন্ত্রের বিকল্প হিসেবে গণভোটের মতো ছলচাতুরির আশ্রয় নিচ্ছে, তারা ইতিহাসে ভোটচোর ও গণবিরোধী শক্তি হিসেবে পরিচিত হয়ে থাকবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ওসমানীনগরের বুরুঙ্গাবাজার ইউনিয়নের ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তছন মিয়া। উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেনের যৌথ পরিচালনায় তাহসিনা রুশদী লুনা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষ জেগে উঠেছে। তারা পরিবর্তন চায়, অধিকার ফিরিয়ে নিতে চায়। এবার মানুষ ভোটের মাঠে নামবে, ভোট দেবে, নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে।

তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, আমাদের প্রতিপক্ষ অদৃশ্য শক্তি। তারা রাতের আঁধারে মানুষের দরজায় টোকা দেয়। দৃশ্যমান শক্তির সঙ্গে লড়া যায়, কিন্তু অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করা যায় না। বুদ্ধি ও কৌশল দিয়ে তাদের সাথে লড়তে হবে। তাই ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। দলীয় দালালদের সতর্ক করে লুনা বলেন, দলের ভেতরে কিছু সুযোগসন্ধানী আছে। তারা দলের নয়, নিজের স্বার্থ দেখে। এরা সুযোগ পেলেই দলের ক্ষতি করে। মনে রাখবেন, ব্যক্তির দায় দল নেবে না। দলের নামে অন্যায় নয় দল ও জনগণের স্বার্থেই সংগ্রাম করতে হবে।

সর্বশেষ লুনা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মুক্ত বাংলাদেশের নীলনকশা। এটি শুধু দলীয় অঙ্গীকার নয়, এটি প্রতিটি ঘরের প্রতিটি মানুষের প্রত্যাশা। তাই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন, মানুষকে জাগিয়ে তুলুন, পরিবর্তনের আন্দোলনে যুক্ত করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল (জিলু) উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক আল মাসুম আবির প্রমুখ। এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর