দক্ষিণভাগ উন্নয়ন ফোরামের উদ্যোগে চা-বাগানজুড়ে সেবার উচ্ছ্বাস

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

দক্ষিণভাগ উন্নয়ন ফোরামের উদ্যোগে চা-বাগানজুড়ে সেবার উচ্ছ্বাস

এমরান আহমদ, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের নিউ সমনভাগ বাগানে অবস্থিত সমনভাগ হাসপাতালে ২ নভেম্বর (রবিবার) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণভাগ উন্নয়ন ফোরামের আয়োজনে এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী ক্যাম্পে প্রায় ১১০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৬০০ জন চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তাদের সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও বিশেষ চাহিদাসম্পন্নদের চশমা বিনামূল্যে প্রদান করা হয়। যাচাই শেষে ৫২ জনের ছানিপড়া ধরা পড়লে তাদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য পাঠানো হয়। এছাড়া প্রায় ৫৫০ জন সাধারণ রোগীকে নাক, কান, গলা, চর্ম, গাইনি ও মেডিসিনসহ বিভিন্ন রোগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হয়। সকল রোগীকেই বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ও জেনারেল মেডিসিনের মোট ১০ জন চিকিৎসক সারাদিন চিকিৎসা সেবা দেন। তাদের মধ্যে ছিলেন, ডা. আব্দুল মান্নান, ডা. হাবিবা আক্তার, ডা. মাহের মাহিন, ডা. তানভীর আহমদ মিয়াদ, ডা. নাজমুল মুন্না, ডা. শোভন সেন প্রমুখ।

আয়োজক দক্ষিণভাগ উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুস সামাদ বলেন, এলাকার সাধারণ মানুষের জন্য এটি ছিল একটি মানবিক উদ্যোগ। যাদের চিকিৎসার সুযোগ কম, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা এমন আয়োজন করেছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মাওলানা আমিনুল ইসলাম বলেন, মানুষের সেবাই আমাদের দায়িত্ব। রাজনীতি মানে শুধু ভোট নয় মানুষের কল্যাণে কাজ করা। এই ক্যাম্পের মাধ্যমে আমরা এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই সবচেয়ে বড় অর্জন। আমাদের পরিকল্পনা আছে উপজেলায় এরকম আয়োজন বৃদ্ধি করা। যাথে সবার চিকিৎসা সেবা নিশ্চিত হয়।

চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকে জানান, এমন ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের মতো গ্রামের সাধারণ মানুষের জন্য আশীর্বাদ। চোখের চিকিৎসা নিতে আসা ফুলমতি ত্রিপুরা বলেন, চোখে ঝাপসা দেখতাম, ডাক্তাররা পরীক্ষা করে ঔষধ দিয়েছেন, কোনো টাকা লাগেনি। জেনারেল চিকিৎসা নিতে আসা মনিকা টুডু বলেন, আমি চর্মরোগে ভুগছিলাম অনেক দিন ধরে। আজ ডাক্তাররা ওষুধ দিলেন, পরামর্শ দিলেন। ঘরের পাশেই এমন চিকিৎসা পাবো ভাবিনি। আয়োজকদের ধন্যবাদ জানাই।

ক্যাম্পে দক্ষিণভাগ উন্নয়ন ফোরামের প্রায় সব স্তরের নেতাকর্মী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। সারাদিনে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী রোগীদের সেবা ও ব্যবস্থাপনায় কাজ করেন। আয়োজকদের পক্ষ থেকে আগত রোগী ও তাদের স্বজনদের জন্য ফ্রি চা-নাস্তার ব্যবস্থাও করা হয়।

স্থানীয়রা জানান, এমন মানবিক আয়োজন সমাজে সচেতনতা ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। চিকিৎসকরা ধৈর্য নিয়ে সেবা দিয়েছেন। এ রকম আয়োজন এলাকায় আগে হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর