ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি
“শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)” প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সামাজিক নিরাপত্তা বেষ্টনি, ভূমিকা ও দায়িত্ব, ফাটাবেস এবং লাস্ট মাইল প্রারম্ভিক সতর্কবার্তা প্রচার বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে এফআইভিডিবি (ঋওঠউই), কারিগরি সহযোগিতায় ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ)।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও এফআইভিডিবির মনিটরিং অফিসার ড. শেখ তাওহিদা রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন এ বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন কান্তি সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ড. জামাল খান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ডব্লিউএফপি প্রতিনিধি মাকসুদ করিম, এফআইভিডিবি প্রজেক্ট কোঅর্ডিনেটর গৌতম কুমার দাস প্রমুখ। এফআইভিডিবি’র উপজেলা কোঅর্ডিনেটর ফুজায়েল আহমদ, এফ এফ সাজ্জাদুর রহমান, রুমা আক্তারসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গোয়াইনঘাট উপজেলার দুর্যোগ প্রতিরোধে ৪ টি ইউনিয়নের চলমান বিভিন্ন কার্যক্রম ও উপকারভোগীদের জন্য গৃহীত মানবিক উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়।
এফআইভিডিবিসহ এনজিও প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম গুলোর প্রশংসা করে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বক্তব্যে বলেন, অন্যান্য উপজেলার তুলনায় আমাদের গোয়াইনঘাট উপজেলা অনেকটাই পিছিয়ে রয়েছে, বর্ষার সময় এই উপজেলা বাসির নানা ভোগান্তি লেগেই থাকে। তাই ভবিষ্যতে কোন প্রকল্প আসলে গোয়াইনঘাট উপজেলার দিকে আরও একটু বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এনজিও এর প্রকল্প গুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host