ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. হারুন অর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার কলাগ্রামের বাসিন্দা এবং আব্দুল সামাদের পুত্র।
জানা গেছে, শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে মো. হারুন অর রশিদ দরবস্ত বাজার থেকে একটি অজ্ঞাত সিএনজিতে যাত্রী হিসেবে উঠেন। সিএনজির সামনের ডান পাশে বসে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত সিএনজি থেকে তিনি পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। সিএনজির চালক ও যানটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host