ওসমানীনগরে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

ওসমানীনগরে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মঈনুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কার্যালয় হবে ওসমানীনগর উপজেলার বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এখান থেকেই আন্দোলন-সংগ্রামের নতুন দিকনির্দেশনা দেওয়া হবে। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন,বিগত দিনে এই এলাকার মানুষ আওয়ামী লীগের দমন-পীড়ন, নির্যাতন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে। ভিন্নমত দমন করতে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানিমূলক আচরণ করা হয়েছে বারবার। এ অবস্থায় আঞ্চলিক কার্যালয়টি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি শক্তিশালী সংগঠনের কেন্দ্রবিন্দু।
উছমানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান খাঁন মিঠু, প্রথম সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ, মিনার আলী, সহ-সভাপতি লাল মিয়া, আনহার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকিক চৌধুরী, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খছরু আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মনছুর আহমদ, ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদাল মিয়া, বিএনপি নেতা সেলিম আহমদ চৌধুরী, সোহেল আরমান, আরব আলী, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ জিতু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল আহমদ, উছমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি রুশমান আলী, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, ক্রীড়া সম্পাদক আবুল হোসেন,
৩নং ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রহমান, উছমানপুর শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি ফারুক মিয়া, ইউনিয়ন যুবদল নেতা লোকমান আলী, কমরান মিয়া, নাজমুল ইসলাম, রুমেল আহমদ, ছাদেক আলী, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব ইকবাল, সদস্য সৈয়দ জিহান, নাহিদ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমাদুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আঞ্চলিক কার্যালয়ে সার্বিক সহযোগিতা করেন, দক্কিণ মহানগর নিউইয়র্কের সহ সভাপতি, সৈয়দ এনাম, ফ্রান্স যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ সেবুল, যেদ্দা আল সাফা হালাগা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব তৈমুছ আলী, যেদ্দা আল সাফা হালাগা বিএনপির সহ সভাপতি
ফয়জুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহিদ আলী, সৌদি বিএনপি নেতা লোকমান আহমদ তালুকদার।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফিজ আজিজুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর