ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রতন শেখ, পিপিএম (বিপি-৭৩৯৬০৭৭২৯৭)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, জনাব রতন শেখের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সঠিক দিশায় কাজ করে জনসেবা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পুরস্কৃত হওয়া নিয়ে রতন শেখ বলেন, আমি এই সম্মানকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না। এটি আমার পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে তাদের প্রেরণা ও সম্মান প্রদানের মাধ্যমে সিলেট জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host