ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে এক যুবকের আত্মহত্যাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ফাঁস দেওয়ার আগে তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে মৃত্যুর সেই মুহূর্ত ধারণ করেন বলে জানা গেছে। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন।
নিহত যুবকের নাম স্বপন আহমেদ (২৮)। তিনি কুলাউড়ার মনসুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। মা ছাড়া ঘরে আর কেউ ছিল না। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। কিছুক্ষণ পর তার মা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। আত্মহত্যার আগে তিনি নিজের ফোনে ভিডিও রেকর্ড চালু রেখেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host