ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ডবল মার্ডার মামলার আসামি রিফাত। তার বাহিনীও বিশাল। প্রশাসনের চোখে আঙুল দিয়ে এতদিন ঘুরে বেড়ালেও তার শেষ রক্ষা হয়নি। সহযোগীসহ তাকে খাচায় পুরেছে র্যাব-৯।
সোমবার (১০ নভেম্বর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হবিগঞ্জের নবীবগঞ্জ উপজেলার বাঞ্জারামপুরের উসাকান্দি খোসাপুর থেকে গ্রেফতার করা হয়।
রিফাত আহমেদ (২৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। আর তার সহযোগী একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. লিমান মিয়া (১৯)।
র্যাব জানায় রিফাতকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী লিমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি সচল বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও প্রায় ৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এর আগে গত ৭ নভেম্বও রাতে বাঞ্জারামপুরের রিফাতের আরেকটি আস্তানায় অভিযান চালিয়ে ৮টি পাইপগানের বডিসহ মোট ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ নভেম্বর রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে প্রাণঘাতি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে শিপন এবং ইয়াসিন নিহত হন। এরপর থেকে অভিযান শুরু করে র্যাব।
তাদের দু’জনকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host