ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদকমণ্ডলীর সভাপতি মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য পত্রিকা মাসিক পরওয়ানা নিঃস্বার্থভাবে দ্বীনের খিদমতে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। ইসলামী আদর্শ, নৈতিকতা ও জ্ঞানচর্চার প্রচার-প্রসারে পত্রিকাটি শুরু থেকেই নিবেদিত। প্রিন্ট মিডিয়ার এই ক্রান্তিকালীন সময়েও নযরকাড়া প্রচ্ছদ, মানসম্মত ছাপা ও নির্ভুল উপস্থাপনার মাধ্যমে এটি নিয়মিত প্রকাশিত হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, ১৯৯২ সালে যাত্রা শুরুর পর থেকে পরওয়ানা ধারাবাহিকভাবে তাফসীর, হাদীস, আকীদা, ফিকহ, সমকালীন বিষয়ভিত্তিক প্রবন্ধ, মাসআলা-মাসাইল, সাহিত্য, গবেষণা এবং শিশু-কিশোরদের জন্য উপযুক্ত নৈতিকতামূলক লেখনি প্রকাশ করে আসছে। জ্ঞান ও দ্বীনী চেতনার সমন্বয়ে গঠিত এই পত্রিকা আলিম, ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকের কাছে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি দ্বীনের প্রচার, সমাজের সংশোধন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত রাখার প্রয়াসে পত্রিকাটি অব্যাহত রাখার আহ্বান জানান।
রবিবার (৯ নভেম্বর) হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে মাসিক পরওয়ানা আয়োজিত সিলেট বিভাগীয় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।
সমাবেশে মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী বলেন, দ্বীনের স্বার্থে পরওয়ানা আগামীতেও নিয়মিত প্রকাশ হবে ইনশাআল্লাহ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষকবৃন্দ, আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পরওয়ানার এজেন্টবৃন্দ ও শুভাকাক্সক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান। এবং মাসিক পরওয়ানার দেশি-বিদেশি পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাসিক পরওয়ানার নিয়মিত লেখক ও তরুণ গবেষক মাওলানা সায়ীদ হোসাইন চৌধুরীকে গবেষণামূলক লেখায় বিশেষ অবদানের জন্য, মাসিক পরওয়ানার প্রচার ও প্রসারে বিশেষ অবদানের জন্য মাওলানা আবুল ফজল মো. ত্বোহা-কে সম্মাননা স্মারক এবং মাসিক পরওয়ানার নিয়মিত কবিতা লেখক কবি আলিম উদ্দিন আলম, নিয়মিত ছড়া-কবিতা লেখক ইয়াহইয়া আহমদ চৌধুরী ও আবাবীল ফৌজ বিভাগের শব্দকল্প ও বর্ণকল্প তৈরিতে অবদানের জন্য নাসির উদ্দিন তালহা-কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, রাখালগঞ্জ ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, সিংগেরকাছ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ খসরুজ্জামান, মাসিক পরওয়ানার বিভাগীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গনি, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, পরওয়ানার সহ-সম্পাদক মাহমুদুল হাসান, সিলেট মহানগরীর সহ সভাপতি আরিফ হোসাইন সামাদ, পরওয়ানার সহ-সম্পাদক মুহাম্মদ জামান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ।
পরিশেষে, সুধী সমাবেশ সফলের লক্ষ্যে সহায়তা করায় হাফিয নজমুদ্দিন আহমদ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ও তার পিতা ভুরকী হাফিজিয়া দাখিল মাদরাসার স্বনামধন্য মুহতামিম মাওলানা আব্দুল মতিন সাহেবের রূহের মাগফিরাত এবং মাসিক পরওয়ানার প্রবাসী শুভাকাক্সক্ষীদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host