ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বিশ্বনাথ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, সভা সেমিনার, দুঃস্থদের মাঝে বিভিন্ন অনুদান বিতরণ, বৃক্ষ রোপন, উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা সহ দিন ব্যাপী ব্যস্থ সময় কাটিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে আসেন। বিশ্বনাথ থানা পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় দিনের বিভিন্ন কর্মসূচি। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও চিকিৎসাসেবা প্রার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যাস্থাপনার অভিযোগ তুলে ধরেন। জবাবে সরকারি জনবল সংকট ও অব্যবস্থাপনা দূর করার আশ্বাস প্রধান করে বক্তব্য রাখেন ডিসি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারওয়ার আলম বলেন, সম্পদ ও লোকবল সীমিত থাকায় হাসপাতালের বিভিন্ন অনিয়ম রোধ সম্ভব হচ্ছে না। বিশ্বনাথ উপজেলা হাসপাতালে মাত্র দুই জন ডাক্তার দিয়ে সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে না। লোকবল সংকট দুর করার কাজ করছি। এছাড়া বাসীয়া নদী উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাসীয়া নদী সহ জনগুরুত্বপূর্ণ স্থানে কোন অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ থাকা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।
এরপর ডিসি সারওয়ার আলম বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীছাত্রী ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সাউন্ড বক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষকদের সাথে মতবিনিময় সভা শেষে,১৫০জন কৃষকের মধ্যে সার, বীজ বিতরণ করা হয় পরিশেষে উপজেলা অডিটোরিয়াম হল সম্মুখে ফলজ বৃক্ষ রোপন করেন তিনি।
উপজেলা সমাজ সেবা দপ্তরে আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহয়তা উপকরণ, নগদ অর্থ, হুইলচেয়ার প্রদান, বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ, গরু ছাগল বিতরন করেন।
উপজেলা প্রশাসনের সকল কার্যালয় প্রধান ও কর্মকর্তাদের নিয়ে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর সভাপতিত্বে মত বিনিময় করেন তিনি। পৌরসভা কার্যালয়, শিক্ষা অফিস ও প্রাণী সম্পদ অফিস পরিদর্শন করে দিনভর ব্যাস্থ সময় পার করে বিশ্বনাথ উপজেলা ত্যাগ করেন ডিসি সারওয়ার আলম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host