ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন ও বিজয়ের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হারুন রশিদের পিতা, বিশিষ্ট সমাজসেবক মো. এলাইছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে দ্রুত সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর তাজপুর কদমতলাস্থ শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের শোকবার্তা :
এদিকে সাংবাদিক হারুন রশিদের পিতা, বিশিষ্ট সমাজসেবী মো. এলাইছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিলেট-২ আসনের মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবদুল হান্নান।
নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শোক:
গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ। দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন চৌধুরী লিলু স্বাক্ষরিত যৌথ বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
এছাড়াও ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সোহরাব আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনহার আহমদ এক যৌথ শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
তাছাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের শোক :
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পালসহ সকল সদস্যবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়াও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম আহমদ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
সর্বস্তরের মানুষের শোক :
মরহুমের মৃত্যুতে ওসমানীনগর উপজেলার সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, ব্যবসায়ী, ক্রীড়া ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host