জাফলংয়ে ইনসাফ ফাউন্ডেশনের ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

জাফলংয়ে ইনসাফ ফাউন্ডেশনের ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনসাফ ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে ইনসাফ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্বিরাত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ফয়েজ আহমেদ ফয়সল।

ইনসাফ ফাউন্ডেশনের সেক্রেটারি সাকিব আহমেদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং ফয়েজে আম মাদ্রাসার শিক্ষক মাওলানা মাওলানা আনোয়ার হোসেন সোহেল, গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউর রহমান, জামেয়া কৌড়িয়ার ওস্তাদ মাওলানা মুফতি যমির মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুন নুর, ইনসাফ ফাউন্ডেশন এর উপদেষ্টা দেলোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বন্ধন যুব সংঘের সভাপিত আকবর আলী, আর এম কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক কোমল উদ্দিন, জাফলং ফয়েজে আম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ শোয়াইব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্বিরাত হলো পবিত্র কুরআন তিলাওয়াতের বিভিন্ন পদ্ধতি বা ধরণ, যা শব্দের দীর্ঘতা, সুর, উচ্চারণ এবং ব্যাকরণগত বিভিন্নতার মাধ্যমে প্রকাশ পায়। এই পদ্ধতিগুলো কুরআন তিলাওয়াতকে আরও সুমধুর ও সঠিক করে তোলে।
ইসলামি চেতনায় উজ্জীবিত এই আয়োজনের মাধ্যমে স্কুল পড়ুয়া শিশুদের মাঝে কোরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের আগ্রহ সৃষ্টি হবে।

ইনসাফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় পূর্ব জাফলং ইউনিয়নের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর