ব্রিটিশ বাংলাদেশী হুজ হু’র অনুষ্ঠানে সম্মাননা পেলেন হারুন মিয়া

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

ব্রিটিশ বাংলাদেশী হুজ হু’র অনুষ্ঠানে সম্মাননা পেলেন হারুন মিয়া

ব্রিটিশ বাংলাদেশী হুজ হু’র ২০২৫ সালের প্রকাশনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনের ম্যারিডিয়ান গ্র্যান্ডের বিশাল হলরুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির কয়েক শত অতিথির উপস্থিতিতে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ এডিটর সুহানা আনোয়ার আহমেদ।

ব্যবসা, সমাজসেবা, গণমাধ্যম এবং মূলধারার রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন লন্ডনের সুপরিচিত ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ডিরেক্টর, সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন) হারুন মিয়া।

তিনি কুশিয়ারা ফাইন্যান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ট্রাভেলস ইউকে ও কুশিয়ারা ট্রাভেলস বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, কুশিয়ারা ক্যাশ অ্যান্ড ক্যারি, বাংলা ফ্রোজেন ফুড লিমিটেড, ঢাকার প্রিতম হোটেল, উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, সিলডন হাসপাতালসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। তিনি ইউকেবিসিআই-এর একজন ডিরেক্টর, বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য এবং গোলাপগঞ্জের আল এমদাদ ডিগ্রি কলেজ ট্রাস্ট ইউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামে।

ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক হারুন মিয়া সপরিবারে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন।

হারুন মিয়া সম্মাননা পাওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর