ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
হাফিজুল হক অনিক
নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করা, প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করা এবং ইসলামী সংস্কৃতিকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে খিদমাতুল উম্মাহ যুব সমাজ পরিষদ দত্তগ্রাম। সামাজিক এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এমন ভালো কাজের জন্য এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। সম্প্রতি কোরআনের পাখি অন্বেষণের উদ্যোগ নিয়ে রীতিমত প্রশংসায় ভাসছে সংগঠনটি। উপজেলাজুড়ে সাড়া জাগানো এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছেন সচেতন মহল। শুদ্ধভাবে কোরআন শিক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।
জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় খিদমাতুল উম্মাহ যুব সমাজ পরিষদ দত্তগ্রামের উদ্যোগে সিলেট জেলা ভিত্তিক ২য় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) চারখাই ইউনিয়নের দত্তগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলা দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদরাসা থেকে বিপুলসংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করা, প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করা এবং ইসলামী সংস্কৃতিকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০৪ জন হাফেজের তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, মাখরাজ, তাজবিদ ও কণ্ঠের সৌন্দর্য বিবেচনায় বিচার কার্য পরিচালনা করেন নির্বাচকমণ্ডলী। প্রাথমিক পর্ব শেষে ১৫ পারা ও ৩০ পারাÑ এই দুই গ্রুপ থেকে মোট ২০ জন (প্রতি গ্রুপে ১০ জন) প্রতিযোগীকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে বিচার শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত বিজয়ীদের নাম।
১৫ পারা ও ৩০ পারা উভয় গ্রুপে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিগণ এবং খিদমাতুল উম্মাহ যুব সমাজ পরিষদের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কোরআনের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার এ মহতী আয়োজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host