ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী একাডেমী কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় স্থানীয় পর্যায়ের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী অংশ নেন।
বৃত্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ ছেলে, বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, লজ্জতুন নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, তেলিকোনা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন, কামালবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মজিদ মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজম আলী, বিশ্বনাথ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, ইসলামী এজেন্ট ব্যাংকিং কামাল বাজার শাখার ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসেন, খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি জেবিন বেগম, সদস্য আপ্তাব আলী, মোস্তাক আহমদ মোস্তফা, আনছার আলী প্রমুখ।
শিগগিরই বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি বিতরণ করা হবে এবং শিক্ষার উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সুহেল মিয়া, সেক্রেটারি ফয়ছল আহমদ সোবাহদার ও পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host