ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
অপরিচ্ছন্ন পরিবেশ, হাসপাতাল থেকে নিয়মিত ঔষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া এবং নিন্মমানের খাবার পরিবেশনের অভিযোগে ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে সাড়াষি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানের নেতৃত্ব দেন হবিগঞ্জ দুদকের উপ-পরিচালক এরশাদ আলী। তিনি জানান, অভিযানকালে খাবারে ব্যাপক অনিয়মের চিত্র মিলেছে। একজন রোগীকে যে পরিমান মাংস দেয়ার কথা দেয়া হচ্ছে তার অর্ধেকেরও কম। নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য দু’বেলায় তার প্রাপ্য ১শত ৭০ গ্রাম মুরগির মাংস। কিন্তু পরিমাপ করে দেখা যায় রোগীদের দেয়া হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম। এখানে একজন রোগী থেকেই ১শ’ গ্রাম মাংস কারসাজি করা হচ্ছে। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা। এছাড়াও হাসপাতালে ওয়ার্ড পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার অনুপযোগী ও অপরিচ্ছন্নতার বিষয়টি ফুটে ওঠে।
এরশাদ আলী আরও জানান, আমরা অনেক রোগীদের সঙ্গে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এতে আমরা জানতে পারি পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই হাসপাতালের বাহির অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়। এখানে একটা চক্র কাজ করে তারা রোগীদের বলে হাসপাতালে এই পরীক্ষা হয় না বাহির থেকে করাতে হবে। এছাড়াও ঔষুধের স্টোর রুমেও অমরা অভিযান চালিয়েছি। সেখানে যাচাই করে আমরা ঔষুধ প্রাপ্তি বা গ্রহনের রেজিস্ট্রার হালনাগাদ পাইনি। পুরো বিষয়টি তত্তবধায়ককে জানানো হয়েছে। আমরা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host