কৃষি জমি দখলমুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

কৃষি জমি দখলমুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের কাছ থেকে সরকারি কৃষি জমি দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকার ভূক্তভোগী কৃষকেরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত। এতে কয়েকশত কৃষক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। মানববন্ধন পর সাংবাদিকদের সাথে কথা বলেন ভুক্তভোগীরা।
এসময় তারা বলেন, আমরা কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। চাষাবাদ করাই আমাদের প্রকৃত পেশা। কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের লোভা হাওর, পিপঁড়াখাল হাওর মৌজার কৃষি ও অন্যান্য জমি গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে জোর পূর্বক দখল করে আছে। এই এলাকার প্রায় কয়েকশো একর জমি তাদের দখলে থাকলেও কৃষকেরা এর প্রতিবাদ করে উদ্ধার করতে পারছেন না। আমাদের কোম্পানীগঞ্জ উপজেলা অন্য উপজেলার চেয়ে তুলনামূলক ভাবে ছোট এলাকা নিয়ে গঠিত এবং বিশাল জনগোষ্ঠির বসবাস। আমাদের উপজেলার এক তৃতীয়াংশ ভূমি বালু ও পাথর মিশ্রিত রয়েছে এতে কৃষি কাজ করা সম্ভব হয়না। গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রাম সহ একটি প্রভাবশালী মহল কোম্পানীগঞ্জের ভূখন্ডে অবৈধভাবে জমি দখল করে আছে।
এময় তারা অভিযোগ করেন গোয়াইনঘাটের লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিমসহ অনেকে জোরপূর্বকভাবে জমি দখল করে রেখেছে। তাদের নামে বেনামে কিছু অবৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত রয়েছে। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী বন্ধ থাকায় আমরা কৃষকরা বেকার হয়ে আছি। গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের অন্তর্গত লাকী গ্রামের প্রভাবশালীদের দখল ও অবৈধপ্রক্রিয়ায় বন্দোবস্তকৃত খতিয়ান বাতিল করে কৃষি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণের জন্যে কৃষি উপযোগী করে দিলে বেকারত্ব লাগব হবে।
এসময় উপস্থিত ছিলেন- আমির আলী, শফিক মিয়া, ইমরান মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী, আল আমিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর