ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসারদের বরণ ও সদ্য বদলিজনিত বিদায়ী শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ও উপজেলা হল রুমে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বশীর শরীফকে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
সহকারী শিক্ষক হানিফ উদ্দীন ও সহকারী শিক্ষিকা তনুকা ভদ্রের যৌথ সঞ্চালনায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রতন কুমার অধিকারী।
বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম রুহুল আমিন, সিলেট ওসমানীনগর প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুশাহিদ মিয়া।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক জুয়েল, আব্দুস শুকুর, শামসুল ইসলাম, সোহেল আহমদ, নাসিমা আক্তার, জিয়াউর রহমান, মনজুর আহমদ, পিন্টু চক্রবর্তী শাহাব উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host