শান্তিগঞ্জে এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

শান্তিগঞ্জে এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষা

শান্তিগঞ্জ প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী ২৫তম এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯নভেম্বর )সকাল ১০ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলার ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃফরিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস,বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার তালুকদার,দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার খলিলুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক মাসুক মিয়া,কামরূপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী,রতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী,জুয়েল আহমদ, অ্যাডভোকেট নূর আলম, উত্তরণ ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃমোখলেছুর রহমান,ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ফরিদ আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর