সিলেটে পর্যটন সেবায় নতুন মাত্রা
সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেটে পর্যটন সেবায় নতুন মাত্রা</span> <br/> সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ও যাত্রীসেবার মানোন্নয়নে ‘সময়ের সাথে জনগণের পাশে’ স্লোগানকে সামনে রেখে সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হয়েছে ৩টি নতুন অত্যাধুনিক বাস।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট নগরের আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের প্রধান অফিসের সামনে এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সিলেটের পর্যটন খাতের উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই।’ আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর অভিমুখে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিবহন সেবাটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন বাসগুলো যুক্ত হওয়ার ফলে যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর। সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সাদাপাথর পরিবহনের চেয়ারম্যান

এ টি এম শোয়েব, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক। এ এন এম (এনামুল) কুদ্দুস চৌধুরী: অর্থ সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। মাহবুব আলি মবু: যুগ্ম সম্পাদক (১৪১৮), সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শফিক মিয়া: সভাপতি, শ্রমিক সমিতি সালুটিকর উপ-শাখা।

সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পর্যটকদের চাহিদা ও যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ঝমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদা পাথর পরিবহনের বিভিন্ন পর্যায়ের মালিকপক্ষ, কর্মকর্তা, চালক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসগুলোর উদ্বোধন করা হয় এবং এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর