ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
সুনামগঞ্জ সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোয়নপত্র জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সুনামগঞ্জের ৫ টি সংসদীয় আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিবেদকে মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানা যায়, সুনামগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাহার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখরেছুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সুনামগঞ্জ- ৩ আসনে ১০ দলীয় জোটের সমীকরণে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ইয়াসীন খান। সুনামগঞ্জ ৪- আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক ও এলডিপির প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এছাড়াও দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান।
এর আগে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে জেলার ৫ টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্রসহ ৩৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাইবাছাই শেষে বিভিন্ন কারনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করে ২৬ জনের মনোননপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর পর নির্বাচন কমিশনে আফিল করে প্রাথিতা ফিরে পান ৭ জন প্রার্থী। বৈধ ৩৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৫ টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার। কথা থাকলেও সুনামগঞ্জ ১ ও ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির দুজন করে প্রার্থী থাকায় দলের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তি চিঠিতে একজনকে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিরা।
এতে বাদ পড়বেন আরও দুইজন প্রার্থী অর্থাৎ ৫টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়াই করবেন ২৩ জন প্রার্থী বলে জানিয়েছে রিটার্নিং কার্যালয়।
বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়েজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host