ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
সুনামগঞ্জ সংবাদদাতা
দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। ৩০ জানুয়ারি বুধবার বিকেলে ২০১৮-১৯অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় বাস্তবায়িত ফসল রক্ষা বাধেঁর কাজ সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনে বাঁধের কাজ সমূহ প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়নের অগ্রগতি হচ্ছে কী না সে বিষয়ে তদারকি করেন জেলা প্রশাসক। তিনি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নস্থিত বারাম হাওরে ৯.৯২২ কিলোমিটার হতে ১০.১৫৫ কিলোমিটার পর্যন্ত ০.২৩ কিলোমিটার ভাঙা বাঁধের সংস্কারসহ টাঙ্গুয়ার হাওরের দিরাই উপজেলার সংশোধিত কাবিটা নীতিমালা বাস্তবায়িত প্রকল্প নম্বর ১৫, ১৫(ক) ৩৪ ও ৯০ পরিদর্শন করেন।
কাজ পরিদর্শনকালে দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, দিরাই উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী দিরাই উপবিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রিপন আলী, দিরাই উপজেলা প্রেসকাবের সভাপতি হাবীবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের, ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা) প্রকল্প বাস্তবায়ন কমিটির সভপতি মোঃ মবির মিয়া, পিআইসির সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং প্রকল্প এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host