মৌ’বাজারে মনু নদীর ভাঙন রক্ষায় এক হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

মৌ’বাজারে মনু নদীর ভাঙন রক্ষায় এক হাজার কোটি টাকার প্রকল্প

গোলাম মর্তুজা বাচ্চু : মৌলভীবাজারে মনু নদীর ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের এক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। এটি একনেকে অনুমোদন হবার পর শীত মৌসুমে নদী রক্ষা বাধের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

গেলো বর্ষ মৌসুমে মনু নদীর ভাঙনের শিকার হয়েছেন সহ¯্রাধিক পরিবার। ভিটা মাটি ছাড়া হয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। নদীতে বাঁধ না থাকায় মৌবাজার সদর, রাজনগর কুলাউড়া বন্যার ঝুঁকিতে আছে। গত বছর মৌলভীবাজারের এই তিনটি উপজেলা বাঁধ না থাকার কারণে বন্যায় প্লাবিত হয়।

সচেতন মহলের মতে, মনু নদী বেশ কয়েকটি স্থানে বাঁধ না থাকায় বন্যার ঝুঁকি প্রত্যেক বছরই থাকে। বর্ষা এলেই এলকার জনগণ এ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় থাকেন। কিন্তু এলাকায় বন্যা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাঁধ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের অভাবে দিতে পারে না। প্রকল্প অনুমোদন জটিলার কারণে শুষ্ক মৌসুমে বাঁথ নির্মাণের কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড তা করতে পারেনা।
এক হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুষ্ক মৌসুমে হলে মৌলভীবাজারের লক্ষ লক্ষ মানুষ বন্যার ঝুঁকি থেকে নিরাপদে থাকবে। নির্বাহী প্রকৌশলী আরো জানান, প্রকল্পটি যতো দ্রুত অনুমোদন হবে ততো দ্রুত তারা কাজ শুরু করতে পারবেন। অন্যথায়, মৌলভীবাজারের তিনটি উপজেলাসহ আরো কয়েকটি উপজেলা বন্যার ঝুঁকিতে থাকবে।
#

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর