ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট জৈন্তাপুর লালাখাল সীমান্তের ১৯ বিজিবি’র অভিযানে ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে। কাষ্টমস কর্তকর্তার উপস্থিতিতে গরুগুলো নিলাম দেওয়া হবে। বুধবার জৈন্তাপুর সীমান্তের লালাখাল জঙ্গীবিল এলাকায় ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম অভিযান পরিচালনা করে চেরাইপথে আসা ৬টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
.
এলাকাবাসী সূত্রে জানা যায়, চেরাকারবারী দলের সদস্যরা দীর্ঘ দিন থেকে জৈন্তাপুর সীমান্তের দূর্গম এরিয়া লালাখাল, আফিফা নগর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, তুমইর দিয়ে চেরাইপথে ভারতীয় মালামাল সহ বিভিন্ন মাদক সমাগ্রী নিয়ে আসছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। গতকাল তারা গোপন সংবাদে জানতে পরে অভিযান পরিচালনা করে চোরাকারবারী লালাগ্রামের রইছ আলীর ছেলে আসান(২৮) এর নিয়ে আসা ৬টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায় এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়।
.
গরু আটকের বিষয় নিশ্চিত করে বিজিবি’র সিও আবু সাঈদ বলেন, বিজিবি’র টহল টিম অভিযান করে ভারতীয় ৬টি গরু আটক করেছে। কাষ্টম কর্তকর্তার উপস্থিতিতে নিলাম দেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host