ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে মাদক মামলার আসামী ধরতে গিয়ে আক্রমনের শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সদস্যদের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলাবাড়ী এলাকায় শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানাযায়, জৈন্তাপুর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩০পিছ ইয়াবাসহ জামাল মিয়া নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে আসার পথে আসামি পক্ষের লোকজন পুলিশের উপর হামলা করে। এঘটনায় একজন এস আই, ২জন এএসআই সহ ৬পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তিনজন ইয়াবাব্যবসায়ীকে আটক করা হয়।
.
আহত পুলিশ সদস্যরা হলেন এস.আই আজিজুর রহমান, এএসআই রায়হান কবির, এএসআই রুবেল দাশ, কনেষ্টেবল তপু নাথ, সাইফুল ইসলাম ও জামাল আহমদ।
.
আটককৃতরা হলেন, নিজপাট কমলাবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদির মেম্বারের ছেলে একাধিক মামলার আসামী ইয়াবা ব্যাবসায়ী জামাল মিয়া (৩৫), তার সহোদর পুলিশের উপর হামলাকারী কামাল উদ্দিন(৪০), আব্দুল হান্নান(২৭)৷ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, মাদক উদ্ধার অভিযানে পুলিশ কমলাবাড়ী এলাকায় যায়, মাদক মামলার আসামি জামাল মিয়া কে (৩০ পিছ) ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে আসার পথে তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে আসামি পক্ষের লোকজন পুলিশের উপর হামলা করে। এঘটনায় মাদক আইনে জামাল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এছাড়া জামাল মিয়া, কামাল উদ্দিন, আব্দুল হান্নান পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা করবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host